ঈদ বোনাস পায়নি ৯২ শতাংশ পোশাক শ্রমিক

দেশের তৈরি পোশাক খাতের কর্মীরা ২০ রোজার মধ্যে ঈদ বোনাস, বকেয়া মজুরি এবং এপ্রিল মাসের অগ্রিম মজুরি দাবি করেছিলেন।
তবে ২০ রমজান পেরিয়ে গেলেও তাঁদের সেই দাবি বাস্তবায়ন করা হয়নি। শিল্পাঞ্চল পুলিশের তথ্য বলছে, ৯২ শতাংশ কারখানার মালিক এখনো শ্রমিকদের ঈদের বোনাস দেননি।
মার্চ মাসের বকেয়া মজুরি পাননি প্রায় ১৫০ কারখানার শ্রমিক।
গত বৃহস্পতিবার পর্যন্ত বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ বস্ত্র খাতের ১৫৭ কারখানা ঈদ বোনাস দিয়েছে।

শ্রমিক নেতারা বলেন, মালিকরা কখনো শ্রমিকদের ন্যায্য দাবি গুরুত্বের সঙ্গে নেন না।
এবারও নেননি। গত ১১ এপ্রিল শ্রম ভবনে অনুষ্ঠিত সরকার-মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান দ্রুত উৎসবভাতা এবং মার্চ মাসের বকেয়া ও এপ্রিলের অর্ধেক মজুরি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.