ঈদকে কেন্দ্র করে ঘুরমুখো মানুষের পুরোপুরি চাপ না পড়লেও যানবাহনের সংখ্যা তুলনামূলক বেড়েছে।
ফেরি কম থাকায় অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়।
সোমবার সকাল থেকে শিমুলিয়া ঘাটে ব্যক্তিগতসহ কয়েকশ’ গাড়ির উপস্থিতি দেখা যায়।
একটি মিনি রোরো, দুটি মিডিয়াম ও দুটি ডাম্পসহ মোট সাতটি ফেরি দিয়ে এসব যানবাহন পর্যায় ক্রমে পার হচ্ছে।
শিমুলিয়া ঘাটে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ
বিভিন্ন প্রয়োজনের পাশাপাশি ঈদ যাত্রায় ভোগান্তি এড়াতে অনেকে আগেভাগেই এ নৌরুটে গ্রামের পথে ছুটছেন।
তবে যাত্রীরা বলছেন, ফেরির সংখ্যা কম থাকায় ঘাটে যানবাহন নিয়ে দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হচ্ছে।