ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে পাঁচ শতাধিক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ।
তাদের মধ্যে ২৪০ জন বাংলাদেশির যোগাযোগ করা গেছে বলে জানা গেছে।
শনিবার দেশটির পূর্ব উপকূলীয় জেলা মিসরাতা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি বন্দিশিবিরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে প্রথমে লিবিয়ার সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
পরে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।