পাটুরিয়া-গোয়ালন্দ রুটে দ্বিতীয় পদ্মা সেতু না করে সেখানে টানেল নির্মাণের পক্ষে মত দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
টানেল নির্মাণ করলে সময় ও পদ্মা নদী বাঁচবে বলে মত দিয়েছেন তিনি।
মঙ্গলবার নগরীর শেরে বাংলা নগরে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সদস্যদের সম্মানে ইফতার মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমার মতে টানেল ব্যয় সাশ্রয়ী।
দ্বিতীয় পদ্মা সেতু না করে পাটুরিয়া-দৌলতদিয়ায় টানেল নির্মাণ করা ভালো হবে।
দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের বদলে টানেল নির্মাণ করা ভালো হবে।
সেতুর বদলে টানেল নির্মাণ করলে ব্যয় কম হবে ও সময় কম লাগবে। সেতুর বদলে এসব স্থানে টানেল নির্মাণ করা যায় কি না চিন্তা করা দরকার। প্রধানমন্ত্রীর খুব ইচ্ছা এখানে কিছু হোক।
তারপরও বলি, আপনারা প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখুন।
এখানে টানেল বা সেতু হবে। এখানের মানুষের সমস্যা নিরসন হবে।