হজে খরচ বাড়ছে, বেশি বিমান ভাড়ায়

চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন সৌদি আরবে হজে যাওয়ার সুযোগ পাবেন।
হজ প্যাকেজ ঘোষণার জন্য সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
যা দ্রুত সময়ের মধ্যে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সৌদি আরবের বিভিন্ন সিদ্ধান্ত, করোনার প্রভাব, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি, ডেডিকেটেড হজের প্যাকেজ মূল্য বেশ বৃদ্ধি পাবে।
২০০০ সাল দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছিল সরকার।
সরকারি প্যাকেজটির খরচ ছিল ৩ লাখ ১৫ হাজার টাকা এবং বেসরকারি ছিল ৩ লাখ ৫৮ হাজার টাকা। এর মধ্যে বিমানভাড়া ছিল ১ লাখ ৩৮ হাজার টাকা।

বুধবার হজ ফ্লাইটের বিমান ভাড়া নির্ধারণে বৈঠক করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
সেখানে বিমান ভাড়া ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণের জন্য প্রস্তাব করবে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
যদিও হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ১ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের জন্য প্রস্তাব করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.