ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন বৃহস্পতিবার

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমানিয়াম জয়শঙ্কর আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় আসছেন।

এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাবেন তিনি।
এ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিস্তা, সীমান্ত হত্যা, দুই দেশের সড়ক সংযোগসহ কয়েকটি বিষয়ে আলোচনার কথা রয়েছে।

মুজিব শতবর্ষ উদযাপনে গতবছর মার্চে বাংলাদেশে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবশেষ গত ডিসেম্বরে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে ঢাকা সফর করে যান প্রতিবেশী দেশের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। এরপর থেকে আগ্রহের জায়গায় ছিল বাংলাদেশের সরকার প্রধানকে কবে আমন্ত্রণ জানাবে ভারত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.