প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়ার যে পররাষ্ট্র নীতি ভারতের রয়েছে, সেখানে বাংলাদেশই সবচেয়ে বেশি গুরুত্ব পায় বলে জানিয়েছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করেন জয়শঙ্কর।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জয়শঙ্কর বলেন, করোনা মহামারির প্রভাবে বিশ্বজুড়ে স্থবিরতার সময়ও বাংলাদেশ ও ভারতের চমৎকার সম্পর্ক বজায় ছিল।