বলিউড থেকে হলিউডে যাওয়া অভিনেত্রীদের মধ্যে প্রথম নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। তার শুরুটা মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে। এরপর তিনি যাত্রা করেন ৯০ দশকের আলোচিত ‘বেওয়াচ’ এর রিমেক সিনেমায়। ডোয়াইন জনসনের মত তারকার সঙ্গে অভিনয় করেও দীপিকা পাড়ুকোনের সঙ্গে পেরে উঠলেন না পিগি চপস। তাকে পিছনে ফেলে দিয়ে একধাপ এগুলেন দীপিকা।
‘হলিউডস নেক্সট জেনারেশন’-এর তালিকায় সামিল হয়ে গেলেন বাজিরাওয়ের ‘মাস্তানি’। সম্প্রতি তিনি বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ফ্যানিটি ফেয়ার’ এর জন্য ফটোশুট করলেন।
হলিউডে ‘কোয়ান্টিকো’ ও ‘বেওয়াচ’ করলেও প্রিয়াঙ্কা। কিন্তু এখনও পর্যন্ত আন্তর্জাতিক এই ফ্যাশন ম্যাগাজিনের জন্য ফটোশুট করেননি। কিন্তু একটি মাত্র ছবি, ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ করেই দীপিকা সেই লিস্টে ঢুকে পড়লেন। সেপ্টেম্বরের ভ্যানিটি ফেয়ার ইস্যুতে দীপিকাকে হট রেড ড্রেসে দেখা যাবে।
লিস্টে মোট ১১ জনকে সামিল করা হয়েছে। দীপিকা তাদের মধ্যে একজন। তিনি দ্বিতীয় স্লটে আছেন। অন্যরা হলেন এলিজাবেথ ডেবিকি, অ্যালডিস হোগ, ফিন উইটরক, লিলি কোলিনস, ডগলাস বুথ, অ্যানাবেলে ওয়ালিস, লেকিথ স্ট্যানফিল্ড, জো অলউইন, বেন স্কেৎজার ও রিলে এনাফ।
‘ভ্যানিটি ফেয়ার’ থেকে একটি স্টাইল স্টেটমেন্ট ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দীপিকা জানিয়েছেন, যদি তাকে শাড়ি ও গাউনের মধ্যে একটি পছন্দ করতে বলা হয়, তিনি অবশ্যই শাড়ি পরতে চাইবেন। নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গিয়ে দীপিকা বলেছেন, সব কিছুর উপরে সততা। সেটা থাকলে নিজেকে সম্পূর্ণ মনে হয়।