করোনায় মৃত্যু নেই, বেড়েছে শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি।
ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল।
২৪ ঘণ্টায় ২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জনে।
শনাক্তের হার শূন্য দশমিক ৯৫ শতাংশ।

রোববার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৩ জন।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন।
নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৭০৭টি এবং পরীক্ষা করা হয় ২ হাজার ৬৪৩টি।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯৫ শতাংশ।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.