স্বপ্নের অলিম্পিকে সবার সামনে সিদ্দিকুর রহমান। বিশাল লাল-সবুজ পতাকা দেশসেরা এই গলফারের হাতে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি অংশগ্রহণ করে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশকে নিঃসন্দেহেই গর্বিত করলেন সিদ্দিকুর রহমান।
তার ঠিক পেছনেই ছোট ছোট পতাকা হাতে সাঁতারু মাহফিজুর রহমান সাগর, সোনিয়া আক্তার টুম্পা্, আরচার শ্যামলী রায়, অ্যাথলেট মেজবাহ আহমেদ, দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার ও শ্যুটার আবদুল্লাহ হেল বাকি এবং কন্টিনজেন্টের অন্যান্য কর্মকর্তারা।
ইংরেজি বর্ণমালার হিসেবে শুরুর দিকেই রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে একটু আগে ভাগেই প্রবেশ করলো বাংলাদেশ। আগেই জানা ছিল, এবারের অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা থাকবে গলফার সিদ্দিকুর রহমানের হাতে। অলিম্পিক গেমসে সরাসরি অংশ নেয়া বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হওয়ায় এ সম্মান গলফার সিদ্দিকুর রহমানের। অলিম্পিকের বিশাল আয়োজনে বাংলাদেশের কয়েকটি লাল সবুজ পতাকা দোল খাচ্ছিল মারাকানার মাঠে। গেমস শেষে বাংলাদেশের অবস্থান তলানীতেই থাকবে। তবে নানা আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ছিল সামনের দিকেই।
বাংলাদেশ সময় আজ শনিবার ভোর ৫ টায় জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা উঠেছে রিও অলিম্পিক গেমসের। ফুটবলের দেশ ব্রাজিলের মানুষ প্রমান করেছে তারা অলিম্পিক ঘিরেও ফুটবলের মতো সমান উচ্ছ্বসিত। ‘গ্রেটেস্ট শো অন আর্থে’র আলোয় ঝকমক করে উঠল রিও। আলোয় আলোয় উদ্ভাসিত হলো রিও’র মারাকানা স্টেডিয়াম। টেলিভিশনের মাধ্যমে যে আলো ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ায়।
২০১৪ সালেই বিশ্বকাপের সফল আয়োজক ছিল ব্রাজিল। তার ঠিক দুই বছর পার হতে না হতেই ক্রীড়াজগতের ‘গ্রেটেস্ট শো অন অার্থ’ খ্যাত অলিম্পিকের আয়োজন করল দেশটি। খুব অল্প সময়ের ব্যবধানেই দুটি বড় আসরের আয়োজক হিসেবে ব্রাজিল যেন চমকে দিল গোটা বিশ্বকেই।