ঘূর্ণিঝড় আসানির প্রভাবে বিরূপ আবহাওয়ায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেওয়া বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
প্রায় এক ঘণ্টা আটকে থাকে চট্টগ্রাম বিমানবন্দরে।
পরে ফ্লাইটটি আবারও রওনা দেয় এবং নিরাপদে কক্সবাজারে গিয়ে পৌঁছে।
সোমবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ফ্লাইটটি (বিজি-৪৩৫) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে দায়িত্বরত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, ফ্লাইটটি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়।
কিন্তু আবহাওয়া খারাপ থাকায় কক্সবাজারে অবতরণ করতে না পেরে সেটি চট্টগ্রামে আসে। ফ্লাইটে ১৬২ জন যাত্রী ছিলেন।