‘রমজান মাসেও বিএনপি মিথ্যাচার করেছে’

মিথ্যাচারে বিএনপি বিশ্ব চ্যাম্পিয়ন।
রমজান মাসেও তারা মিথ্যাচার করেছে, এখনো করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান।

সোমবার বিকেলে রংপুর নগরীর হাজিরহাট থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সব দলকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নিতে চায় উল্লেখ করে শাজাহান খান বলেন, নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মিথ্যাচার করেই চলেছেন।
কেন না আওয়ামী লীগ জনগণের দল, জনগণের উন্নয়নে কাজ করে।

তিনি আরও বলেন, মানুষের ক্রান্তিকালে ও অধিকার আদায়ে আওয়ামী লীগ গঠন হয়েছিল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ মানুষের হৃদয়ে আছে। শত ষড়যন্ত্র ও চক্রান্ত এ দলকে রুখতে পারেনি বরং জনগণের আস্থা অর্জন করে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ।
অথচ বিএনপি এ দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশকে ভিক্ষুকের দেশে পরিণত করতে চায় তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.