বন্ধু দিবসকে সামনে রেখে স্মার্ট সল্যুশনস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘উই’এবং মোবাইল অপারেটর বাংলালিংক বোনাস শেয়ারের অভিনব ও আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করেছে।
আমরা কোম্পানিজ এবং বাংলালিংকের মধ্যে বৃহস্পতিবার (০৪ আগস্ট) ক্যাম্পেইন অফার নিয়ে একটি চুক্তি সই হয়।
চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা কোম্পানিজের পক্ষ থেকে ‘উই’এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ইন্তেখাব মাহমুদ, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার তৌহিদ চৌধুরী, বাংলালিংকের হেড অব ডিভাইস শাহরিয়ার রিমন এবং বাংলালিংকের ডিভাইস সিনিয়র ম্যানেজার শিবলী সাদিক প্রমুখ।
‘উই’ আউটলেট থেকে ‘উই’বি ওয়ান, ভি ওয়ান কিংবা এক্স ওয়ানের যেকোনো একটি ডিভাইস কিনলে বাংলালিংকের পুরনো ও নতুন গ্রাহকরা রিচার্জের ওপর বোনাস মিনিট এবং ইন্টারনেট ডাটা উপভোগ করতে পারবেন।
শনিবার (০৬ আগস্ট) বাংলালিংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন ‘উই’ স্মার্টফোন ক্রেতা তার বাংলালিংক নম্বরে ৯৮ টাকা এবং ১২৮ টাকা রিচার্জে ক্রেতা ও তার একজন বন্ধু উপভোগ করতে পারবেন যথাক্রমে ৭০ এবং ১০০ মেগাবাইট ডাটা। ৭০ এবং ১২৮ মেগাবাইট ইন্টারনেট ডাটা বোনাসের মেয়াদ থাকবে যথাক্রমে চার ও পাঁচদিন।
‘উই’ স্মার্ট সল্যুশনসগুলোর যেকোনো একটি কিনলে গ্রাহককে বাংলালিংকের পক্ষ থেকে বোনাস সম্পর্কিত ম্যাসেজ পাঠানো হবে। ম্যাসেজ পাওয়ার পর ক্রেতা ৪৮ টাকা, ৯৮ টাকা কিংবা ১২৮ টাকা রিচার্জ করলে বোনাস ইন্টারনেট ডাটা পাবেন।
পাশাপাশি বাংলালিংক গ্রাহক তার যে বন্ধুকে বোনাস ডাটা শেয়ার করতে চান সে বন্ধুর ‘এমএসআইএসডিএন’ ৪৩২১ নম্বরে পাঠাতে হবে। উল্লেখিত পরিমাণ টাকা রিচার্জের পর গ্রাহককে তার বন্ধুর ‘এমএসআইএসডিএন’ নির্ধারণ করতে হবে। ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক যতোবার ইচ্ছা ততোবার এ বোনাস উপভোগ করতে পারবেন।
তবে বাংলালিংকের বিশেষ ট্যারিফ এ অফারের আওতাভুক্ত নয়।
মাসব্যাপি এ অফার শুরু হচ্ছে ০৭ আগস্ট রোববার।
গ্রাহকরা তিনটি মডেলের ‘উই’ স্মার্ট সল্যুশনসের সঙ্গে একটি করে সেলফি স্টিক এবং উই এক্স ওয়ানের সঙ্গে একটি ব্লু-টুথ হেডফোন ফ্রি পাবেন।
‘উই’ বি ওয়ানের মূল্য ৭ হাজার ৭০০ টাকা, ভি ওয়ানের মূল্য ৮ হাজার ৫০০ টাকা এবং এক্স ওয়ানের মূল্য ১৮ হাজার ৬০০ টাকা।
দেশব্যাপী সবগুলো ‘উই’ কেয়ার সেন্টার থেকে প্রতিটি ডিভাইসের জন্য থাকছে এক বছরের ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা।
বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে সামাজিক মাধ্যমে প্রতিযোগিতা। প্রতিযোগিতা সম্পর্কে ‘উই’এর ফেসবুক পেজ (https://www.facebook.com/morethanaphone/) থেকে বিস্তারিত জানা যাবে।
‘উই’এর প্রধান নির্বাহী ইন্তেখাব মাহমুদ বলেন, ‘দেশের অন্যতম বৃহৎ টেলিকম অপারেটর বাংলালিংকের সঙ্গে বন্ধু দিবস উপলক্ষে এ যৌথ উদ্যোগ নিয়ে আমরা উচ্ছ্বসিত। আমরা আশা করি, এ প্রচারণা দেশব্যাপী বন্ধুদের মাঝে খুশির এক নতুন উপলক্ষ তৈরি করবে’।
বাংলালিংকের হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রিমন বলেন, ‘বন্ধুরা আমাদের জীবনে বিশেষ এক জায়গা দখল করে আছে। আর তাই বন্ধু দিবসের এ বিশেষ উপলক্ষে ‘উই’ এর সঙ্গে এ আকর্ষণীয় ডাটা অফার বাজারে আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলালিংক সব সময় অধিক সংখ্যক মানুষকে স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বিশ্বের সঙ্গে পরিচিত করতে এবং তাদের জীবনে নতুন মাত্রা যোগ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ’।
প্রচারণা সম্পর্কে বিস্তারিত তথ্য ওয়েবসাইটে (http://www.’WE’.net.bd/) ভিজিট করে জানা যাবে।