জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়িতে মাথায় সিলিং ফ্যান খসে পড়ে কপাল ফেটেছে আলোচিত-সমালোচিত সাবেক তথ্য ও সম্প্রপ্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির।
বৃহস্পতিবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী (এপিএস) আবু জাহিম নাইম।
তিনি বলেন, রাতে তার নির্বাচনী এলাকার দৌলপুরের বাড়ির একটি কক্ষে এক বৃদ্ধকে চিকিৎসার পরামর্শ দিচ্ছিলেন তিনি।
এ সময় সিলিং ফ্যান খসে তার মাথায় পড়ে।
তিনি আরও বলেন, সিলিং ফ্যানের আঘাতে তার কপাল ফেটে গেছে।
পরে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার এসে তার কপালে তিনটি সেলাই দেন। বর্তমানে তিনি সুস্থ ও শঙ্কামুক্ত আছেন।