দেশের পরিস্থিতি ভালো থাকার পরও একটি মহল ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

দেশের পরিস্থিতি ভালো থাকার পরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। অর্থনীতির সব সূচকে বাংলাদেশ ভালো অবস্থানে থাকার পরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে হায়-হুতাশ সৃষ্টির ষড়যন্ত্র করছে।
এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দেশে যেন খাদ্যের ঘাটতি না হয়, সেজন্য খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে।
একটু জায়গাও ফাঁকা রাখা যাবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.