একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করা রনিকে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী

বিয়ের ২২ দিনের মাথায় পঞ্চগড়ে দুই প্রেমিকাকে এক সঙ্গে বিয়ে করে ভাইরাল যুবক রোহিনী চন্দ্র বর্মণ রনিকে (২৫) তালাক দিয়েছেন দ্বিতীয় স্ত্রী মমতা রানী।

শনিবার (১৪ মে) বিকেলে রনির বাবা যামিনী কান্ত তালাকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পরিবারের ইচ্ছায় ১২ মে মমতা রানী নিজেই রনিকে তালাক দেন। তবে কী কারণে তালাক হয়েছে বিষয়টি তিনি জানাতে পারেননি।

রানীর ভাই পলাশ রায় বলেন, আমার পরিবারের কোনো অভিযোগ নেই। বোনের ভবিষ্যতের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে বলরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, বিচ্ছেদের কোনো তথ্য এখনো পাইনি। দুপক্ষের কেউ আমাকে কিছু জানায়নি।
তবে লোকমুখে শুনছি মেয়েটা নিজেই তালাক দিয়েছেন।

এর আগে গত ২০ এপ্রিল দুই প্রেমিকাকে বিয়ে করে ভাইরাল হয়েছিলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর এলাকার রোহিনী চন্দ্র বর্মণ রনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.