চট্টগ্রামে দোকানে অবৈধভাবে মজুত করা ১২ হাজার ১০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার সকালে সল্টগোলা ঈশান মিস্ত্রির হাট এলাকায় অভিযান চালিয়ে এই তেল জব্দ করা হয়।
একই সঙ্গে দুটি দোকানকে জরিমানা করা হয় পাঁচ লাখ টাকা।
দোকান দুটি হলো- মেসার্স আসআদ বাণিজ্যালয় ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন বলেন, ওই দুই প্রতিষ্ঠানে ১২ হাজার ১০০ লিটার সয়াবিন তেল আগে থেকে মজুত করা ছিল।
এর মধ্যে মেসার্স আসআদ বাণিজ্যালয়ে ৬ হাজার লিটার এবং বিসমিল্লাহ এন্টারপ্রাইজে ৬ হাজার ১০০ লিটার ড্রামভর্তি সয়াবিন তেল পাওয়া যায়।