ভারতীয় বাংলা টেলিভিশনের অভিনেত্রী পল্লবী দে মারা গেছেন।
প্রেমিকের সঙ্গে তিনি যে ফ্ল্যাটে থাকতেন, সেখান থেকেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পল্লবীর আকস্মিক মৃত্যুর খবরে শোকাহত তার সহকর্মীরা।
এদিকে মৃত্যুর ঘণ্টাখানেক আগেও নেটমাধ্যমে সক্রিয় ছিলেন পল্লবী।
গড়ফার ফ্ল্যাটে এই অভিনেত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তার সঙ্গী। এরপর তিনি পুলিশে খবর দেন।
পুলিশ এসে পল্লবীর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কী কারণে তাঁর মৃত্যু, সেটি তদন্ত করছে পুলিশ।
প্রসঙ্গত, ‘রেশম ঝাঁপি’, ‘কুঞ্জছায়া’, ‘আমি সিরাজের বেগমে’র মতো ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন পল্লবী।
বর্তমানে ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন তিনি।