নুরের বিরুদ্ধে থানায় অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের নামে খোলা একটি ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ছাত্রলীগের এক নেতা।

রোববার রাজধানীর শাহবাগ থানায় এ অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ ছাত্রলীগের ‘ঢাকা আইন জেলা শাখা’র সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ।

বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।

তিনি বলেন, আমরা লিখিত একটি অভিযোগ পেয়েছি।
এখনো মামলা হয়নি।
ঊর্ধ্বতন কর্মকর্তারা এটি যাচাই করে মামলা হিসেবে নিতে বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.