অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে বাংলাদেশ জাতীয় দল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে এই অঙ্গনে ফেরার সুযোগ পাচ্ছেন টাইগাররা। তবে গুলশান ট্রাডেজির পর ওই সিরিজ নিয়ে জাগে শঙ্কা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুবই আশাবাদী, ওই সিরিজ মাঠে গড়াবে ঠিক সময়ই।
আজ রোববার সকালে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় জানানো হয়, ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। ইংলিশদের যথেষ্ট নিরাপত্তা দেয়া হবে।
বৈঠকে জানানো হয়, ইংল্যান্ডের খেলোয়াড়রা বাংলাদেশে ৩০ দিন থাকার কথা। তার পরেও তাদের ৪৫ দিনের ভিসা দেওয়া হয়েছে। বাংলাদেশের থাকাকালীন ঢাকা ও চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করবেন তারা। খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আক্তার আহমেদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরীসহ সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাশেষে নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ সফর করবে ইংল্যান্ডের একটি নিরাপত্তা টিম। প্রথমে ভারত সফর করবে তারা, এরপর আসবে বাংলাদেশে।’
প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার পর টাইগারদের সঙ্গে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচগুলো। ২ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার কথা রয়েছে ইংলিশদের।