বিয়ের পর সানজিদা তন্ময়

tonmoy20160807135629‘ভিট টপ মডেল-২০১১’ প্রতিযোগিতা থেকে উঠে আসেন মডেল-অভিনেত্রী সানজিদা তন্ময়। এরপর নাটক-মডেলিং ছাড়াও গেল বছর ‘বাপজানের বায়েস্কোপ’ ছবির মাধ্যেম নতুন করে আলোচনায় আসেন তিনি। আগামীতে তার অভিনীত ‘টার্গেট’ ছবিটি রয়েছে মুক্তি অপেক্ষায়। এছাড়া তার ‘শূন্য’ ছবিটি নির্মাণাধীন।

ঠিক যখনই তন্ময়ের ক্যারিয়ারে ভালো সময় যাচ্ছিলো তখনই হুট করে পারিবারিকভাবে বিয়ে করে ফেলেন। আর অভিনেত্রীদের বিয়ের পর ক্যারিয়ারে ভাটা পরার নজির কম নেই শোবিজে। কারণ বিয়ের পর অনেকটা অলিখিত নিষেধাজ্ঞা নেমে আসে মিডিয়াতে তাদের কাজের উপর। শুটিং কমিয়ে সংসারে মনোযোগী হয়েছেন অনেকেই। কিন্তু বিয়ের পর নতুন ঘর-সংসারের পাশাপাশি মিডিয়াতে কাজকে খুব দ্রুতই মানিয়ে নিয়েছেন তন্ময়।

সেক্ষেত্রে নিজেকে সৌভাগ্যবানই ভাবছেন তিনি। বললেন, ‘এখনো পর্যন্ত কাজ নিয়ে কোনো সমস্যার মুখোমুখি হইনি। বরং কয়েকদিন ধরে টানা শুটিং করে যাচ্ছি। আশা করছি আমার কাজের এই ধারা অব্যাহত থাকবে। আমার পরিবারের মতোই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরাও আমাকে এখনকার মতো আগামীতেও কাজ করার জন্য সমর্থন দিয়ে যাবেন।’

তন্ময়ের বিয়ে হয় গেল ১১ জুন। তার স্বামী কাজী এরশাদুর রশিদ বনি। তিনি দীর্ঘদিন ধরেই লন্ডনভিত্তিক এনজিও ওয়ার্ল্ডভিশন ইন্টারন্যাশনালের ডিরেক্টর পদে কর্মরত। বর্তমানে তিনি পেশাগত কাজে ইংল্যান্ডে আছেন। গেল মাসের ১১ তারিখ তিনি লন্ডন যান, ফিরবেন আগামী ১০ আগস্ট। হঠাৎ বিয়ে হওয়ায় কাছের বন্ধু-বান্ধবদের খুব বেশি আমন্ত্রণ জানাতে পারেননি তন্ময়। সেজন্য চলতি বছরের ডিসেম্বরে বড় করে একটা বিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা আছে তার।

তন্ময় বর্তমানে পুরোদমে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন। গেল ঈদে তার অভিনীত তিনটি নাটক প্রচারিত হয়। সম্প্রতি শেষ করলেন একটি শর্ট ফিল্মের কাজ। রহস্য ও ভৌতিক গল্প নির্ভর এই শর্ট ফিল্মটিতে তাকে একজন নার্সের ভূমিকায় দেখা যাবে।

এছাড়া তন্ময় অভিনীত তিনটি সিরিয়াল সুমন আনোয়ারের ‘স্বর্ণলতা’, সাজ্জাদ হাসান দুদুলের ‘সোনার হরিন’ এবং লুৎফুন নাহার মৌসুমীর ‘তুমি আসবে বলে’ প্রচার হচ্ছে বাংলাভিশন, বৈশাখী এবং একুশে টিভিতে। যেগুলোর শুটিংও করছেন তিনি।

তন্ময় জানালেন, ‘আগামী ১০ এবং ১১ তারিখ কুরবানির ঈদের জন্য একটি নাটকে কাজের শিডিউল দিয়েছি। এছাড়া ২২ তারিখ কুষ্টিয়া যাব, সেখানে সুমন আনোয়ার ভাইয়ের একটি নাটকের শুটিংয়ে অংশ নেব। তাছাড়া আরো কিছু কাজে কথা চলছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.