সরকার এবার আর বিএনপিকে টোপে ফেলতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ অতীতেও নির্বাচনকে সামনে রেখে নানান কাণ্ড-কারখানা ও কৌশল করেছে।
এবারও শুরু করেছে।
বারবার জনগণকে ধোঁকা দেওয়া যায়, প্রতারণা করা যায়।
বিএনপিকেও টোপে ফেলা হয়েছে।
তবে এবার আর বিএনপি সেই টোপে পড়বে না। জনগণও সেই প্রতারণার ফাঁদে পা দেবে না।’
শনিবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর সপ্তম শাহাদাতবার্ষিকী’ উপলক্ষে সম্মিলিত ছাত্র-যুব ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।
‘খালেদা জিয়াকে পদ্মা সেতুতে তুলে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, ‘যারা ক্ষমতায় আছেন, তারা ভালো নেই। তাদের রাতে ঘুম হয় না। যদি ভালো ঘুম হতো, তাহলে দেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য কেউ করতে পারতেন না। কারও মুখে এ ধরনের অসংলগ্ন কুরুচিপূর্ণ বক্তব্য আসতো না।’