আগামী নির্বাচনকালীন সরকার গঠনের জন্য একসময়ের ঘনিষ্ঠ মিত্র গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘জাতীয় সরকারের’ যে রূপরেখা দিয়েছেন তাতে সতর্ক দৃষ্টি রাখছে বিএনপি।
দলটির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানানো হলেও যাদের নাম দেওয়া হয়েছে তাদের কেউ মনে করছেন এটা তাদের জন্য বিব্রতকর।
সম্প্রতি জাতির সংকট নিরসনে ‘জাতীয় সরকার’ শিরোনামে একটি লিখিত প্রস্তাব বিভিন্ন গণমাধ্যমে পাঠিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার প্রস্তাবে জাতীয় সরকারে রাষ্ট্রপতি হিসেবে অর্থনীতিবিদ রেহমান সোবহান বা ড. কামাল হোসেন এবং প্রধানমন্ত্রী হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন৷ তার প্রস্তাবে বিভিন্ন মন্ত্রণালয় ছাড়াও তিনি কয়েকটি দপ্তরের দায়িত্বে কারা থাকবেন তাদের নামও উল্লেখ করেছেন৷ তাতে বিএনপির প্রতিনিধি হিসেবে তারেক রহমানের কন্যা জাইমা রহমান এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদের নাম রয়েছে। আওয়ামী লীগ নেতাদের নামও রয়েছে৷ আছে পেশাজীবীদের নাম৷