আবারো আলোচনায় রাফিয়াত রশিদ মিথিলা।
টালিগঞ্জে গুঞ্জন চাউর হয়েছে।
পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে নাকি বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছে তার। সহজভাবে যদি বলা যায়, এই পরিচালকের সঙ্গে নাকি নতুন প্রেমে মজেছেন তিনি।
তবে ভারতীয় সংবাদমাধ্যমে দেবালয় জানান, তারা শুধু বন্ধু, এর বাইরে তাদের কোনো সম্পর্ক নেই।
সাবেক স্বামী তাহসানের সঙ্গে ডিভোর্সের পর একসঙ্গে কাজ করতে গিয়ে কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির প্রেমে পড়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশীদ মিথিলা।
পরবর্তীতে তাকে বিয়েও করেন। দুই বছরের বেশি সময় ধরে সংসারও করছেন। আর এরই মধ্যে কলকাতার আরেক পরিচালকের সঙ্গে মিথিলার বিশেষ সম্পর্ক নিয়ে টলিউডে গুঞ্জন চরমে।
আরও খবর