তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিএনপি দেশের মানুষকে দুর্নীতি, সন্ত্রাস, খুন, লুটপাট, অপরাজনীতি ছাড়া কোন কিছু দিতে পারেনি।
তাদের কাছে জনগণকে স্বপ্ন দেখানোর কিছু নেই।
দুঃজনক পরাজয় বরণ করার শঙ্কায় তারা জাতীয় সংসদ নির্বাচনে আসতে ভয় পাচ্ছে।
বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর ৯নং ওয়ার্ডস্থ খালিশাকুড়ির বিল এলাকায় ড. এমএ ওয়াজেদ মিয়া হাইটেক পার্কের নির্মাণ কাজের ফলক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন।
পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার পর উন্নত, আধুনিক স্মার্ট বাংলাদেশ তৈরীতে ২০৪১ সালের ভিশন নিয়ে কাজ করছেন।
করোনাকালীন সময় যখন গোটা বিশ্ব স্থবির ছিল তখন অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী ১ হাজার ৬০০ ডিজিটাল মিটিং করেছেন।
সততা, সাহসিকতা ও দূরদর্শিতার কারণে করোনার ধাক্কা সামলেও দেশকে এগিয়ে নিতে পেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমি মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও দেশের তরুণ, নবীন-প্রবীণরা বিপুল ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় এনে ভিশন ২০৪১ বাস্তবায়নের সুযোগ করে দেবে।