দেশের বেশিরভাগ অঞ্চলে বুধবার (২৫ মে) ঝড় ও বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও (২৬ মে) এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঝড়-বৃষ্টি বেড়ে যাওয়ায় ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহ দূর হয়েছে।
আগামী দু-তিনদিন আবহাওয়া মোটামুটি এ রকমই থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগ ছাড়া প্রায় সারাদেশে বৃষ্টি হয়েছে।
এসময়ে অন্যান্য অঞ্চলের তুলনায় ঢাকা বিভাগের বৃষ্টির প্রবণতা বেশি ছিল। এসময় ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যদিও সর্বোচ্চ ৭৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে মাদারীপুরে।