লালমনিরহাটে ধানক্ষেতে মিললো অজগর

লালমনিরহাটের হাতীবান্ধায় ধানক্ষেত থেকে আট ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছেন স্থানীয়রা।
সাপটি এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ সেখানে ভিড় করছে।

শনিবার (২৮ মে) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের মঠেড় গোর এলাকার একটি ধানক্ষেত থেকে অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ওই এলাকার কৃষক হাবীবুর রহমান জমিতে ধান কাটাতে যান। এ সময় তিনি অজগর সাপটি দেখতে পান। পরে স্থানীয় কয়েক জন কৃষক মিলে সাপটিকে দড়ি দিয়ে বেঁধে আটক করেন। পরে স্থানীয়রা পুলিশ ও বন বিভাগ কর্মীদের খবর দেন। আট ফুট লম্বা অজগরটির ওজন ৮-১০ কেজি হবে।

হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোতাহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.