জয়পুরহাটে সেপটিক ট্যাঙ্ক থেকে প্রেমিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সেপটিক ট্যাঙ্ক থেকে বিউটি বেগম (২০) নামে এক প্রেমিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় প্রেমিক উজ্জ্বল হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।
শনিবার (২৮ মে) ভোররাতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত প্রেমিক উজ্জ্বল হোসেন (২২) ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের শাহ আলমের ছেলে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন ইয়াজদানী জানান, বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দ দামগড়া গ্রামের বিউটি বেগম স্বামী পরিত্যক্তা। তিনি বাবার বাড়িতেই থাকতেন। মোবাইলে পরিচয়ের সূত্র ধরে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই একপর্যায়ে গত ২১ এপ্রিল বিউটিকে উজ্জ্বলের বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে। এরই ফলশ্রুতিতে বিউটি বিয়ের জন্য চাপ দিলে উজ্জ্বল তাকে শ্বাসরোধ করে হত্যার পর সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়ে চাপা দেয়। নিহত বিউটি বেগম বগুড়া শিবগঞ্জ উপজেলার সৈয়দ দামগড় গ্রামের মৃত বেলায়েত হোসেনের মেয়ে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.