নেত্রকোণায় হান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (২৮ মে) রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হান্নান সদর উপজেলার চকপাড়া এলাকার রুমালী মিয়ার ছেলে।
তিনি ২০১৮ সাল থেকে মাদকদ্রব্য মামলায় জেলহাজতে ছিলেন।
নেত্রকোণা জেল সুপার আবদুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে জেলখানার ভেতরে বাথরুমে যাওয়ার সময় হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়। একপর্যায়ে বমি শুরু করে।
দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।
পোস্টমর্টেম করার পর পরিবারের নিকট মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।