মা হলেন মডেল বারিশ

মা হয়েছেন দেশের জনপ্রিয় মডেল, উপস্থাপিকা, নৃত্যশিল্পী এবং ব্র্যান্ড প্রমোটার বারিশ হক।

রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। বারিশের স্বামী নির্মাতা আলভী রায়হান সীমান্ত আরটিভি নিউজকে খবরটি নিশ্চিত করেছেন।

সীমান্ত জানান, ‘আজ দুপুরে কন্যাসন্তানের বাবা হলাম। বাবা হওয়ার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। শুধু জানি আজকের দিনটা আমার জীবনের শ্রেষ্ঠ দিন।’

তিনি আরও জানান, ‘আমার বউ এবং কন্যা দু’জনই বিপদমুক্ত এবং ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.