ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতায় বাধাগ্রস্ত হয়নি দাবি করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে পুলিশ সাথে সাথে তাকে গ্রেফতার করে না।
এক্ষেত্রে সাইবার সেলের অনুমতি নিতে হয়।
তিনি বলেন, আইনে জামিন অযোগ্য কয়েকটি ধারা আছে।
কিন্তু এতে জামিনের সুযোগ আছে।
আদালতে গিয়ে জামিনের আবেদন করা যাবে। আদালত বিবেচনা করে এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবার (৩১ মে) রাজধানীর সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ আয়োজিত সংলাপে অংশ নিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।