ডিজিটাল মুদ্রা চালু করতে প্রস্তুত নয় বাংলাদেশ

বাংলাদেশে ডিজিটাল মুদ্রা ব্যবস্থা চালু করতে হলে বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে গ্রাহক যে লেনদেন করবেন তার সেই তথ্য-উপাত্তের নিরাপত্তা, নিরাপদ লেনদেন এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া নিশ্চিত হতে হবে। দেশের ব্যাংকিং সিস্টেম এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তার প্রশ্নে ডিজিটাল মুদ্রা চালু করার জন্য বাংলাদেশ প্রস্তুত নয়। এছাড়া সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি) পরিচালনার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করতে হবে। তবে এটি খুব একটা সহজ হবে না।

গতকাল ‘ডিজিটাল কারেন্সি: ইটস কনসেপ্ট, ইম্পর্টেন্স অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড টু ইন্ট্রোডিউস সিবিডিসি’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিশেষজ্ঞ তোহুরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের উপমহাব্যবস্থাপক শাহ জিয়া উল হক। এছাড়া প্যানেল আলোচক হিসেবে ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হুসাইন, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, নগদের সিইও রাহেল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুবর্ণা বড়ুয়া, ভিসা ইন্টারন্যাশনালের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু। অনুষ্ঠানটি আয়োজন করে ইউএনডিপি, এটুআই, বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন ও ক্যাবিনেট ডিভিশন। অনুষ্ঠানে গণমাধ্যম সহযোগী ছিল বণিক বার্তা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.