চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাত ১১টার দিকে লাগা আগুন ৫ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি।
উল্টো কেমিকেল থাকা কনটেইনারে বিস্ফোরণ, পানি স্বল্পতাসহ বিরুপ পরিবেশে অসহায় হয়ে পড়েছে ফায়ার সার্ভিস।
এ কারণে রোববার ভোররাত ৪টার দিকে তারা আগুন নেভানোর কাজ আপাতত স্থগিত করেছেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের উদ্ধাকারী দলের একজন কর্মকর্তা জাগো নিউজকে ভোররাত ৪টার দিকে বলেন, যেভাবে বিস্ফোরণ হচ্ছে তাতে আমাদের পক্ষে ভেতরে থাকা সম্ভব হয়নি।
এ কারণে আমরা ডিপোর মেইনগেটে চলে এসেছি।
পরবর্তী পদক্ষেপ কী হবে বা কতক্ষণ পরে ফের আগুন নেভানোর কাজ শুরু করবেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেফটি ফার্স্ট। বিস্ফোরণ যেভাবে হচ্ছিল তাতে ভেতরে থাকা সম্ভব ছিল না।
আগুন কতক্ষণে নিভতে পারে এ বিষয়ে কিছুই বলা সম্ভব নয়।
এ সময় ডিপো থেকে সবাইকে সরে আসতে বলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রোববার সকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ব্রিফ করবেন বলে জানা গেছে।