৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, অসহায় হয়ে পড়েছে ফায়ার সার্ভিস

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাত ১১টার দিকে লাগা আগুন ৫ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি।
উল্টো কেমিকেল থাকা কনটেইনারে বিস্ফোরণ, পানি স্বল্পতাসহ বিরুপ পরিবেশে অসহায় হয়ে পড়েছে ফায়ার সার্ভিস।
এ কারণে রোববার ভোররাত ৪টার দিকে তারা আগুন নেভানোর কাজ আপাতত স্থগিত করেছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উদ্ধাকারী দলের একজন কর্মকর্তা জাগো নিউজকে ভোররাত ৪টার দিকে বলেন, যেভাবে বিস্ফোরণ হচ্ছে তাতে আমাদের পক্ষে ভেতরে থাকা সম্ভব হয়নি।
এ কারণে আমরা ডিপোর মেইনগেটে চলে এসেছি।

পরবর্তী পদক্ষেপ কী হবে বা কতক্ষণ পরে ফের আগুন নেভানোর কাজ শুরু করবেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেফটি ফার্স্ট। বিস্ফোরণ যেভাবে হচ্ছিল তাতে ভেতরে থাকা সম্ভব ছিল না।
আগুন কতক্ষণে নিভতে পারে এ বিষয়ে কিছুই বলা সম্ভব নয়।

এ সময় ডিপো থেকে সবাইকে সরে আসতে বলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রোববার সকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ব্রিফ করবেন বলে জানা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.