গ্রামীণফোনের বিজনেস সল্যুশনস বেছে নিয়েছে সানোফি

GP-Sanofi20160807195405সাশ্রয়ী ও অত্যাধুনিক টেলিযোগাযোগ সুবিধা লাভের জন্য গ্রামীণফোনের বিজনেস সল্যুশনস বেছে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি সানোফি বাংলাদেশ লিমিটেড। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।

সানোফি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল ম্যানেজার ড. রিয়াদ মামুন প্রধানী এবং গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সানোফি বাংলাদেশের পরিচালক ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন তাজদিকুল ইসলাম এবং গ্রামীণফোনের হেড অফ ডিরেক্ট সেলস, সাজ্জাদ আলমসহ অন্যান্য কর্মকর্তা।

সানোফি বাংলাদেশ লিমিটেড (পূর্বনাম সানোফি অ্যাভেন্টিস লিমিটেড) একটি বৈশ্বিক স্বাস্থ্যসেবা কোম্পানি, যা রোগির চাহিদা অনুযায়ী গবেষণা করে ওষুধ উদ্ভাবন, প্রস্তুত ও বিপণন করে।

সানোফি বাংলাদেশের পরিচালক ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন তাজদিকুল ইসলাম বলেন, এটি একটি মহতি উদ্যোগ। এতে গ্রামীণফোনের গ্রাহকরা বিশেষ সুবিধা ভোগ করবে।

তিনি আরো বলেন, সানোফি এবং গ্রামীণফোন দুটিই বাংলাদেশের আলোচিত ও শীর্ষস্থানীয় কোম্পানি। এই চুক্তি টেলিযোগাযোগ ও ডিজিটাল চিকিৎসা সেবার ক্ষেত্রকে বিশেষভাবে প্রভাবিত করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.