রাজধানীতে অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটারসহ মো. লোকমান হোসেন নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৬ জুন) সকালে শ্যামপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে সাতটি মোবাইল নেটওয়ার্ক বুস্টার, ২৯টি আউটডোর অ্যান্টেনা, ৫৪টি ইনডোর অ্যান্টেনা, দুটি বুস্টারের ক্যাবল ও দুটি সিমসহ একটি মোবাইল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ জুন)এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস।
তিনি বলেন, গোয়েন্দা সংবাদ এবং আগে গ্রেফতার অবৈধ নেটওয়ার্ক জ্যামার ব্যবসায়ীদের দেওয়া তথ্যে জানা যায়, দীর্ঘদিন ধরে শ্যামপুরে মোবাইল নেটওয়ার্ক বুস্টারের ব্যবসা করে আসছে একটি চক্র।
সে অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একটি দলকে নিয়ে র্যাব শ্যামপুরে অভিযান চালায়। এসময় গ্রেফতার করা হয় লোকমান হোসেনকে।