‘৩ বছরে ভোজ্যতেলের চাহিদার ৪০ ভাগ দেশেই উৎপাদন’

আগামী তিন বছরের মধ্যে ভোজ্যতেলের চাহিদার ৪০ ভাগ অর্থাৎ ১০ লাখ টন দেশেই উৎপাদিত হবে। এজন্য একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে ভোজ্যতেলের বিদেশনির্ভরতা কমাতে তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা বিষয়ক সভার শুরুতে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এ তথ্য জানান।

বর্তমানে দেশে ভোজ্যতেলের চাহিদার ১২ ভাগ উৎপাদন হয় বলেও অনুষ্ঠানে জানানো হয়।

দেশে বছরে ভোজ্যতেলের চাহিদা ২৪ লাখ টন উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘এর মধ্যে তিন থেকে চার লাখ টন দেশে উৎপাদিত হয়। বাকিটা বিদেশ থেকে আমদানি হয়। গত অর্থবছর ভোজ্যতেল আমদানিতে ১৬ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ার পেক্ষাপটে চলতি অর্থবছরের গত ১০ মাসে ভোজ্যতেল আমদানিতে ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। বাকি দুই মাসে ভোজ্যতেল আমদানির মোট ব্যয় দাঁড়াবে ২৪ থেকে ২৫ হাজার কোটি টাকা।’

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.