টোকিও থেকে নিয়মিত অভ্যন্তরীণ ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ)।
আগামী মাসে রাজধানীর হানেদা বিমানবন্দর থেকে এ কার্যক্রম চালু করবে জাপানি উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।
কভিডজনিত বিধিনিষেধ শিথিল করার সঙ্গে ভ্রমণের চাহিদা পুনরুদ্ধার হওয়ায় ফ্লাইট কার্যক্রম বাড়ানো হচ্ছে। খবর কিয়োদো নিউজ।
বিশ্বজুড়ে মহামারীর মধ্যে ২০২০ সালের মার্চ থেকে টোকিও থেকে ফ্লাইট সংখ্যা কমিয়ে দিয়েছিল এএনএ।
দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পরে পুনরায় স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সংস্থাটি।
এদিকে সীমান্ত বিধিনিষেধ শিথিল করায় গতকাল থেকে বিদেশী পর্যটকরা জাপানে প্রবেশের সুযোগ পেয়েছেন।
সুতরাং এএনএর ঘোষণাও জাপানের পদক্ষেপের সঙ্গে মিলে গিয়েছে।
এএনএ জানিয়েছে, প্রতিষ্ঠানের যাত্রী পরিবহন মহামারীর আগের সময়ের ৬০ শতাংশে উন্নীত হয়েছে।
আগামী জুলাই বা আগস্টের মধ্যে এটি ৮০ শতাংশে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
তবে জুলাই থেকে আগস্টের মধ্যে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট কার্যক্রম প্রাক-কভিড পর্যায়ের ৯৪ শতাংশ থেকে ৯৫ শতাংশের মধ্যে পৌঁছবে।
যদিও সংস্থাটি হানেদা বিমানবন্দর ছাড়া অন্য শহরগুলো থেকে অভ্যন্তরীণ রুটে কম ফ্লাইট পরিচালনা করা চালিয়ে যাবে।