ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে চলতি সপ্তাহ কুয়েতে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ওই বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
আইনের আওতায় এনে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।
গত শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর কুয়েতের ফাহাহিল এলাকায় ওই বিক্ষোভ হয়। বিক্ষোভে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে স্লোগান দেন প্রবাসীরা। এসব প্রবাসী মুসলিমদের বেশিরভাগ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক।
বিক্ষোভের একটি ভিডিওতে ৪৫-৫০ জন মানুষকে ‘আল্লাহু আকবার’, ‘লা ইলাহা ইল্লালাহ’ স্লোগান দিতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়।
পরে বিক্ষোভস্থল থেকে প্রতিবাদকারীদের সরিয়ে দেয়া হয়।
দাঙ্গা পোশাক পরা বিপুল সংখ্যক পুলিশ সেখানে হাজির হয় এবং বিক্ষোভকারীদের ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়।
কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে বিক্ষোভের ওই খবর প্রকাশিত হয়।
কুয়েতের আইন অনুযায়ী, প্রবাসীরা কোনো ধরনের বিক্ষোভে অংশ নিতে পারে না। শুক্রবারের বিক্ষোভে অংশ নিয়ে প্রবাসীরা আইন লঙ্ঘন করেছেন।
কুয়েতি সংবাদমাধ্যম আল রাইয়ের খবরে বলা হয়েছে, ইতোমধ্যে বিক্ষোভকারী প্রবাসীদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে।
গ্রেফতারের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে। এমনকি ওই প্রবাসীরা আর কখনো কুয়েতে ফিরতে পারবেন না।
তবে এ বিক্ষোভকারীদের মধ্যে প্রবাসী বাংলাদেশি কেউ আছেন কিনা, তা জানা যায়নি।