‘আমরা (বাংলাদেশ ব্যাংকসহ তদারকি প্রতিষ্ঠান) ঘুমিয়ে থাকি বলেই পি কে হালদারের সৃষ্টি হয়’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
রোববার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিটের শুনানিতে এমন মন্তব্য করেন।
শুনানি শেষে হাইকোর্ট জিএসপি ফিন্যান্স কোম্পানির আমানতকারী মো. ইশতিয়াক হাসান চৌধুরীকে এফডিআরের ১৩ কোটি দুই লাখ ৯৬ হাজার ৫৭৮ টাকা পরিশোধ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
আদালত জিএসপি ফিন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমদাদুল ইসলামকে উদ্দেশ করে বলেন, ‘৩১ আগস্টের মধ্যে আমানতকারীর এফডিআরের টাকা পরিশোধ করবেন। স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, এসময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে আপনাদের কোম্পানি শাটডাউন করে দেবো। প্রয়োজনে প্রশাসক নিয়োগ করবো।’