দেশে প্রতিদিন পানিতে ডুবে মারা যায় ৪০ শিশু

বাংলাদেশে প্রতিদিন ৪০ জন শিশু পানিতে ডুবে মারা যায়।
এর মধ্যে পাঁচ বছরের নিচে ৩০ জন আর পাঁচ থেকে ১৮ বছরের মধ্যে ১০ জন। বছরে এ মৃত্যুর সংখ্যা ৪০ হাজারের বেশি।
এই মৃত্যুর শিকার অধিকাংশ শিশুই নিম্ন আয়ের পরিবারের।
এ পরিস্থিতি বদলাতে শিশুর বিকাশ সুরক্ষা ও সাঁতার প্রশিক্ষণ আর পরিবারের সচেতনতা বৃদ্ধিতে বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে সরকার।
এটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি বাস্তবায়ন করবে।
গতকাল রবিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সমাজভিত্তিক সমন্বিত শিশু-যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং শিশুর সাঁতার সুবিধা প্রদান’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করা হয়। সেখানে এসব তথ্য জানানো হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.