পুরুষের চেয়ে সংসারে ৮ গুণ বেশি সময় দেন নারীরা

পুরুষের চেয়ে নারীরা সংসারের কাজকর্ম আট গুণ বেশি করেন।
নারীরা ২৪ ঘণ্টার অর্ধেক সময়ই সংসারের কাজকর্ম, শিশু-বৃদ্ধসহ পরিবারের সদস্যদের যত্ন-আত্তি করেই পার করে দেন।

তারা গড়ে ১১ দশমিক ৬ ঘণ্টা এসব কাজে ব্যয় করেন।
অন্যদিকে পুরুষেরা সংসারের কাজে ব্যয় করেন মাত্র ১ দশমিক ৬ ঘণ্টা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সময়ের ব্যবহার নিয়ে সর্বশেষ সমীক্ষায় এই চিত্র ওঠে এসেছে।
সোমবার (১৩ জুন) এই সময় ব্যবহার সমীক্ষা প্রকাশ করেছে সংস্থাটি। দেশের একজন নারী-পুরুষ দৈনিক কত ঘণ্টা কী ধরনের কাজ করেন, তা এই সমীক্ষায় প্রকাশ করা হয়েছে।

বিবিএস বলছে, নারী-পুরুষ সবাই কাজ করেন।
কিন্তু তাদের কাজের ধারায় পরিষ্কার পার্থক্য আছে।
ঘরের টুকিটাকি কাজ করা এবং পরিবারের সদস্যদের যত্ন-আত্তি করা দৈনন্দিন কাজের অংশ।
এ ক্ষেত্রে নারী-পুরুষ দু’জনের সমান দায়িত্ব পালন করা উচিত।
কিন্তু নারীর ওপর বেশি বোঝা হয়ে যাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.