বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার তামাশা করছে, মিথ্যা অযুহাত দেখাচ্ছে।
অথচ সরকারি দলের সাজাপ্রাপ্ত নেতারা বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে অনায়াসে।
সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের আয়োজনে খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া দেশে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্র এনেছেন।
আজ তাকে ক্ষমতাসীন আওয়ামী সরকার নীল নকশা করে তিলে তিলে শেষ করে দিচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাভাবিক রাজনীতি থেকে দূরে রাখার জন্য সরকার মিথ্যা মামলায় সাজা দিয়েছে।