পদ্মা সেতুর মাওয়া প্রান্তে প্রথমে ২০৭টি বাতি জ্বালানোর এর এবার একযোগে পুরো সেতুর সড়ক বাতি জ্বালানো হয়েছে।
মূল সেতুতে ৩২৮টি এবং দুই প্রান্তের সংযোগ সেতুতে ৮৭টি বাতি লাগানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সেতুর মাওয়া থেকে জাজিরাপ্রান্ত পর্যন্ত সর্বমোট ৪১৫টি বাতি জ্বালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।
জানা গেছে, পদ্মা নদীর তীব্র বাতাস উপেক্ষা করে টিকা থাকার উপযোগী করে স্থাপন করা হয়েছে এসব সড়কবাতি।
১৭৫ ওয়াটের প্রতিটি এলইডি বাতির একটি থেকে আরেকটির দূরত্ব সাড়ে ৩৭ মিটার। এসব বাতি ঘণ্টায় ২০০ কিলোমিটার বাতাসের গতি সহ্য করতে পারে।