নির্বাচন কমিশন (ইসি) কুমিল্লা সিটি করপোরেশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, একজন সংসদ সদস্যকে কুমিল্লা থেকে বের করতে না পেরে নিজের ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন কী হবে?
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার খুব বেশি প্রয়োজন উল্লেখ করে ফখরুল বলেন, নির্বাচন ব্যবস্থাকে এ সরকার এমন জায়গায় নিয়ে গেছে যে মানুষ এখন ভোট দিতে পারে না।
ভোট দিলেও গণনার সময় রেজাল্ট পরিবর্তন হয়ে যায়।
এজন্য আমরা এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবো না। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আপত্তি জানাচ্ছি না শুনলে আমরা আন্দোলনে যাবো।