শিশুদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিশুরা জাতির ভবিষ্যৎ।
শিশুদের জন্য যতটুকু করা দরকার তা আমরা পারছি না।
তবে পৃথিবীর অনেক দেশেই শিশুদের অনেক বেশি যত্ন নেওয়া হয়, তারমধ্যে জাপান অন্যতম।
জাপান তাদের শিশুদের জন্য সবচেয়ে বেশি খরচ করে।
তারা জানে যে শিশুরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে।
আমাদের দেশেও শিশুদের গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, শিশুদের ভালো রাখতে হলে মায়েদেরও ভালো রাখতে হবে। মায়েদেরও ভালো খাবার খেতে হবে।
মায়েরা যাতে শিশুদের বুকের দুধ খাওয়াতে পারেন সেজন্য সক্ষমতা অর্জন করতে হবে।
শিশুদের মায়ের দুধ খাওয়ালে আর কোনো কিছুর প্রয়োজন হয় না।
বুধবার বিকেলে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে জাতীয় ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন ২০২২’ -এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।