মাওয়ায় পৌঁছেছে পদ্মাসেতুর প্রথম স্প্যান: ওবায়দুল কাদের

1470655472পদ্মাসেতু কাঠামোর জন্য ইস্পাতের প্রায় তিন হাজার টন ওজনের প্রথম স্প্যান (সেতুর উপরিঅংশ) প্রকল্প এলাকা মাওয়ায় পৌঁছেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে অনির্ধারিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, ল্যাব টেস্টসহ অন্যান্য পরীক্ষা সম্পন্ন করার পর আগামী ডিসেম্বরে পিয়ারের (পিলার) উপর এটি স্থাপন করা হবে।

তিনি জানান, এ বছর দুটি স্প্যান স্থাপন করার পর আগামী বছর থেকে এ কাজ আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে।

মূল সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ কাঠামোয় মোট ৪১টি স্প্যান থাকছে জানিয়ে কাদের বলেন, ‘প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। প্রতিটি স্প্যানের আনুমানিক ওজন দুই হাজার ৯০০ টন।’

চীনের ফ্যাক্টরিতে ২০ থেকে ৮০ হাজার মিলিমিটার পুরু স্টিলপ্লেট কেটে ওয়েলডিং করে প্রতিটি মেম্বার তৈরি করা হচ্ছে এবং এ ধরনের ১২৯টি মেম্বার দিয়ে একটি স্প্যান গঠিত হয় বলেও জানান কাদের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.