পদ্মা সেতু বিদেশি তহবিলে নির্মিত হয়নি

পদ্মা বহুমুখী সেতু কোনো বিদেশি তহবিলে নির্মিত হয়নি।
এটি সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের অর্থায়নে হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন যে পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করবেন, তা বিদেশি তহবিল ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি অংশ হিসেবে নির্মিত হয়েছে বলে কোনো কোনো মহল দেখানোর চেষ্টা করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্টভাবে দাবি করে, পদ্মা বহুমুখী সেতু সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের অর্থায়নে হয়েছে। অন্য কোনো বিদেশি, দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সংস্থা এটি নির্মাণে আর্থিকভাবে অবদান রাখেনি।
তবে, বাংলাদেশি ও বিদেশি উভয় নির্মাণ প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়নে নিয়োজিত ছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ সেতুর সমাপ্তি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলাকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করার দীর্ঘকালের লালিত স্বপ্ন পূরণ করবে।
এর ফলে বাংলাদেশের সামষ্টিক সমৃদ্ধি, আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি পাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.