রেকর্ড পরিমাণ বিমান কিনতে যাচ্ছে এয়ার ইন্ডিয়া

টাটা কোম্পানির অন্তর্ভুক্ত এয়ার ইন্ডিয়া এক অর্ডারে ৩০০টি ন্যারোবডি জেট বিমান কিনতে যাচ্ছে।
শেষ পর্যন্ত এমনটা ঘটলে, এয়ার ইন্ডিয়া হবে একমাত্র বেসরকারি বিমান সংস্থা যেটি একবারে এত বিমান ক্রয় করছে।
সাবেক রাষ্ট্রয়াত্ত কোম্পানি এয়ার ইন্ডিয়া টাটা গ্রুপের আওতাধীন হওয়ার পরে, এমন সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে বাকি বিমান সংস্থাগুলো।
যদিও এ ব্যাপারে এয়ার ইন্ডিয়া এখনো খোলাসা করে কিছু জানায় নি।
বেশ কিছু সূত্র মারফত জানা গেছে প্রতিষ্ঠানটি খুব সম্ভবত ‘এয়ারবাস এসইএ৩২০নিও’ কিংবা ‘বোয়িং কোং ৭৩৭ ম্যাক্স মডেল’ এর বিমান কেনার চিন্তা করছে।

৩০০টি জেট বিমান কিনতে খরচ হবে ৪০ দশমিক ৫ বিলিয়ন ডলার। তবে এটি ‘স্টিকার প্রাইস’ অর্থাৎ গায়ে লেখা দাম। তবে ধারণা করা যাচ্ছে একবারে এতগুলো বিমান কেনায় বড় রকমের ছাড় পাবে এয়ার ইন্ডিয়া।

ধারণা করা হচ্ছে ৩০০টি বিমান সরবরাহ করতে এয়ারবাসের কয়েক বছর সময় লেগে যাবে। বর্তমানে এয়ারবাস প্রতিমাসে ৫০টি ন্যারোবডি জেট তৈরি করে থাকে। তবে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে এয়ারবাস। ২০২৩ সালে প্রতিমাসে এয়ারবাস ৬৫টি ও ২০২৫ সালে বাড়িয়ে ৭৫টি ন্যারোবডি জেট তৈরির পরিকল্পনা করছে।

এ ব্যাপারে এয়ারবাস কিংবা এয়ার ইন্ডিয়ার কর্তা ব্যক্তিরা এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি। এয়ারবাসের কয়েকজন প্রতিনিধি বলেছেন, ‘আমরা বাস্তবায়নের আগে এ ধরণের চুক্তিগুলো গোপন রাখতে পছন্দ করি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.