আমাদের সব সমস্যা মিটে গেছে: ওমর সানী

ক’দিন ধরেই সংসার ভাঙার নানা আতংক ছিল সানী-মৌসুমীর।

দাম্পত্য কলহে দুই তারকার মুখ দেখাদেখিও বন্ধ ছিল।
গত বৃহস্পতিবার মধ্যরাতে সানীর প্রকাশ করা ছবিতে দেখা মিলল পুরো পরিবারের। যেখানে একসঙ্গে বসে খাচ্ছিলেন মৌসুম ও তিনি।
এরপর আসে ভিডিও।
এসবের পর এবার নতুন করে সবার উদ্দেশ্যে আহবান জানিয়েছেন ওমর সানী। বলেছেন, মৌসুমী ও তার দেয়া বক্তব্য কোনো কোনো জায়গায় এডিট করে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে। এসব থেকে সবাই যেন সরে আসেন। সোমবার এক অডিও বার্তায় এ কথা বলেন তিনি।

এ সময় ওমর সানী বলেন, ‘কিছুদিন যাবৎ দেখছি গণমাধ্যমে আমার আগের দেয়া বক্তব্য থেকে কিছু কিছু অংশ কেটে কেটে বাদ দিয়ে আপনারা অনেকে প্রিয়দর্শিনী মৌসুমী ও আমাকে নিয়ে বাজে বাজে কথা প্রচার করছেন।
শুধু তাই-ই নয়, আমার আর মৌসুমীকে নিয়ে নিজের মতো করে সংলাপ বানিয়ে কেউ কেউ তা প্রচার করছেন। এটি বিভ্রান্তিকর কাজ।
এগুলো বাদ দেন। এগুলো থেকে অবশ্যই দূরে থাকুন।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.