ক’দিন ধরেই সংসার ভাঙার নানা আতংক ছিল সানী-মৌসুমীর।
দাম্পত্য কলহে দুই তারকার মুখ দেখাদেখিও বন্ধ ছিল।
গত বৃহস্পতিবার মধ্যরাতে সানীর প্রকাশ করা ছবিতে দেখা মিলল পুরো পরিবারের। যেখানে একসঙ্গে বসে খাচ্ছিলেন মৌসুম ও তিনি।
এরপর আসে ভিডিও।
এসবের পর এবার নতুন করে সবার উদ্দেশ্যে আহবান জানিয়েছেন ওমর সানী। বলেছেন, মৌসুমী ও তার দেয়া বক্তব্য কোনো কোনো জায়গায় এডিট করে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে। এসব থেকে সবাই যেন সরে আসেন। সোমবার এক অডিও বার্তায় এ কথা বলেন তিনি।
এ সময় ওমর সানী বলেন, ‘কিছুদিন যাবৎ দেখছি গণমাধ্যমে আমার আগের দেয়া বক্তব্য থেকে কিছু কিছু অংশ কেটে কেটে বাদ দিয়ে আপনারা অনেকে প্রিয়দর্শিনী মৌসুমী ও আমাকে নিয়ে বাজে বাজে কথা প্রচার করছেন।
শুধু তাই-ই নয়, আমার আর মৌসুমীকে নিয়ে নিজের মতো করে সংলাপ বানিয়ে কেউ কেউ তা প্রচার করছেন। এটি বিভ্রান্তিকর কাজ।
এগুলো বাদ দেন। এগুলো থেকে অবশ্যই দূরে থাকুন।’