সম্প্রতি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সিলেটের বন্যা প্রধানমন্ত্রী জন্য হয়েছে এগুলো উদভ্রান্তের মতো বক্তব্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপির কথা শুনে মনে হচ্ছে চেরাপুঞ্জি ও মেঘালয়ে ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের জন্য প্রধানমন্ত্রী দায়ী।
তার কথায় তাই দাঁড়ায়।
আসলে কোথায় যে কী বলবে বুঝতে পারেননি।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সিলেটের বন্যা প্রধানমন্ত্রীর জন্য হয়েছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, রিজভী সাহেবের কথা শুনে মনে হচ্ছিল আসামে ও মেঘালয়ে যে বন্যা হয়েছে সেজন্য প্রধানমন্ত্রী দায়ী। সিলেটে এক হাজার মিলিমিটার বৃষ্টি হয়। আর ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চেরাপুঞ্জি ও মেঘালয়ে। সিলেটেও ১শ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। সেজন্যই এ বন্যা। রিজভী সাহের কথা শুনে মনে হচ্ছে ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টির জন্য প্রধানমন্ত্রী দায়ী। তার কথায় তাই দাঁড়ায়। আসলে কোথায় যে কী বলবে বুঝতে পারেননি। সবকিছুতে সরকারকে দায়ী করার যে বাতিক সেখান থেকে এ কথাগুলো বলেছে। এগুলো উদভ্রান্তের মতো বক্তব্য। তাহলে এতো বৃষ্টির জন্য প্রধানমন্ত্রী বা সরকার দায়ী তার বক্তব্য অনুযায়ী।